বাংলাদেশ

 হজ যাত্রীরা ৮০ কেন্দ্রে টিকা নেবেন, তারিখ জানানো হবে এসএমএসে। হজযাত্রীদের টিকা গ্রহণে লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট।

হজযাত্রীদের টিকা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম-মন্ত্রণালয় সারাদেশের ৮০টি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন চলিত বছরের হজ যাত্রীরা গত শনিবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজ যাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে।

 এই লক্ষ্য হজযাত্রীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ৮০টি টিকার কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

 বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী, টিকা দেওয়ার তারিখ পরবর্তী সময় হজযাত্রীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দিবে মন্ত্রণালয়। এছাড়া উত্তীর্ণ হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আর হজ পোর্টাল থেকে এ - হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে নিতে হবে ।

ঢাকায় টিকা কেন্দ্রের মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের,  স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল,  কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয়  সার্জন অফিসেও টিকা নেওয়া যাবে।


চলিত বছর হজ যাত্রীদের টিকা গ্রহণের সময় লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। সরকার নির্বাচনে মেডিকেল সেন্টার সমূহ হতে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট সঙ্গে আনতে সুপারিশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তর।


রিপোর্টগুলোর মধ্যে রয়েছে: Urine R/M/E, R.B.S, X-Ray Chest P/A view, ECG, Serum Creatinine, CBC, with ESR, Blood Grouping & Rh Typing. এ সকল রিপোর্ট অবশ্যই  ৩ মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।  এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১ লাখ  ২৭ হাজার ১৯৮ জন ব্যক্তি।  এর মধ্যে সরকারি ব্যবস্থাপনা ১৫ হাজার ও বেসরকারি  ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮জন  যেতে পারে।

এবার সরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীর খরচ ১ লাখ ৮৩ ১৮ টাকা ।আর বেসরকারি স্বাস্থ্যপনায় হজযাত্রী ন্যূনতম খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা ।

 

নিবন্ধন কবে থেকে.

 যাঁরা প্রাক্ - নিবন্ধন করেছেন, এ বছর হজ পালনের জন্য নির্বাচিত হয়েছে, শুধু তাঁরাই নিবন্ধন করতে পারবেন। ২২ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর প্যাকেজে ঘোষিত সব টাকা পরিশোধ করতে হবে ৬ ফেব্রুয়ারি বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধন শুরু করতে হবে । হজ প্যাকেজের পুরো অর্থ শুধু সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক অ্যাকাউন্ট বা সরাসরি এজেন্সিতে জমা দিয়ে হজ যাত্রীদের টাকা পরিশোধের রসিদ সংরক্ষণ করতে হবে।

আবাসন ও কোরবানি.

 কোরবানি খরচ প্রত্যেক হজ যাত্রীকে ১ হাজার রিয়াল আলাদা নিতে হবে। ঘোষিত প্যাকেজের হজ যাত্রীদের হারাম শরীফের বাহিরের চত্বরের   সীমানায় সর্বোচ্চ ১ থেকে দেড় কিলোমিটার দূরত্বে ।

 যাত্রীদের আবাসনের অবস্থা করা হবে এবার ৬৫ বা এর বেশি বয়সী ব্যক্তিরা হজে যেতে পারবেন হজ যাত্রীদের পাসপোর্ট এর মেয়াদ ২০২৩ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে। 

এখন করণীয়.

 প্যাকেজের সুবিধা অসুবিধা ভালোভাবে বুঝে নিতে হবে। পাসপোর্ট করা না থাকলে এখনই জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল রেখে পাসপোর্ট করতে হবে।

পরামর্শ.

 ভাষা ভিন্নতা, নতুন দেশ, নতুন পরিস্থিতির কারণে কিছু হজযাত্রী সমস্যায় পড়ে থাকেন । কয়েকবার হজ পালন করেছেন, এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, কিছুটা ধারণা থাকলে, সচেতন হলে অনেক সমস্যা দূর করা যায় । পাঠকের সুবিধার্থে তাঁদের কিছু পরামর্শ_

১. সব ধরনের খরচ সম্পর্কে ধারণা রাখা:

 টাকা কম বেশি ভিত্তিতে নয়, প্যাকেজের সুবিধাদি দেখে,  শুনে বুঝে চুক্তি করবেন। উড়োজাহাজ ভাড়া, বাসা ভাড়া,  হজের সময় মিনায় তাঁবুতে বা আজিজিয়ায়  থাকা কিংবা না থাকাই ইত্যাদি আগে থেকে জেনে নিতে হবে ।

২ হজ প্যাকেজ: 

 হজ প্যাকেজ কতদিন, সৌদি আরবে অবস্থানের মেয়াদ  কতদিন, কোথায় কত দিন অবস্থান এবং তা কীভাবে,   বিস্তারিত জানতে হবে। গত কয়েক বছরে কত নম্বর মোয়াল্লেমের অধীন ওই এজেন্সি হজ পালন করেছে, তা জানতে হবে। দক্ষিণ এশিয়ার দেশের জন্য ১ থেকে ১১৫টি মোয়াল্লেম রয়েছে। 

৩ মক্কা - মদিনায়  বসার অবস্থান:

 মক্কায় বাসার ধরন ও তা কাবা শরীফ থেকে কত দূর, বাসায় লিফট আছে কি না, বাসার প্রতি কক্ষে কতজন এবং বাথরুম কয়জনের সঙ্গে শেয়ার করতে হবে, জেনে নেবেন। মদিনার বাসার জন্য প্রযোজ্য।

 খাবার: 

সৌদি আরব পৌঁছে তিন বেলা খাবার দেওয়া হবে কিনা বিকল্প ব্যবস্থা কী, তা জানতে হবে।

কোরবানি:

 প্রতারণা এড়াতে ইসলামি উন্নয়ন ব্যাংক বা আইডিবির কুপন কিনে দেওয়া ভালো ।এর বাহিরে নিজে অথবা এজেন্সির লোক ছাগল কিনে কোরবানি দেবেন অথবা কোরবানি সম্পর্কে হাজী কিভাবে নিশ্চিত হবেন,  তা ও আগে থেকে জেনে নিতে হবে। 


সৌদি আরবের টিভি চ্যানেল এর ২৪ ঘন্টা মসজিদে নববি ও কাবা শরীফের তাওয়াফ সম্প্রচার করে, সম্ভব হলে এই সব চ্যানেল দেখলে আগে থেকে ওমরাহ, তাওয়াফ, মসজিদে ঐতিহাসিক স্থান গুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।

 ছাপানো অথবা ইন্টারনেটে মক্কা, মদিনা,  আরাফাতের মানচিত্র পাওয়া যায়। সম্ভব হলে মানচিত্র দেখুন,  তাহলে ওখানকার রাস্তাঘাট, বাড়ির সম্পর্কে একটা ধারণা পাবেন। 

 সম্ভব হলে নিজের পাসপোর্ট নিজে করান।  কাউকে দিয়ে করালেও আপনার নাম ঠিকানা পাসপোর্ট ঠিক আছে কি না, যাচাই করে নিন।






Comments

Popular posts from this blog

মানব পাচারকারীদের আস্তানায় দুই পক্ষের গোলাগুলি তরুণী নিহত

রাজনীতি